বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগএক ব্যাগ রক্ত বেঁচে যেতে পারে একটি প্রাণ।

এক ব্যাগ রক্ত বেঁচে যেতে পারে একটি প্রাণ।

দিবজীৎ পাল অর্ঘ্য, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি,

রক্তদানে পূর্ণ । এক ব্যাগ রক্ত বেঁচে যাবে একটি প্রাণ সেই উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। উনার ফেসবুক আইডিতে প্রায় বেশ দেখা যায় রক্তের প্রয়োজনের স্ট্যাটাস ও সেই স্ট্যাটাস দেখে তার ছোট ভাই অর্ঘ্য পাল ও শুভ্র আচার্য এগিয়ে আসে তারপর ম্যানেজ করে একজন ডোনার । ডোনার নাম: মহিবুর (২৮), বলার সাথে সাথে প্রস্তুত উনি।

মহিবুর নিউ স্কয়ার ফার্মেসিতে কর্তব্যরত ওষুধ বিক্রেতা। তার সাথে সাথে সিরাজ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিক ডা: মো আলাউদ্দিন ভূঁইয়া সহযোগিতায় অর্ধেকের চেয়েও কম দিয়ে টেস্ট করানো হয়। রোগীর নাম : বাবুল আহমেদ (৫৫), আখাউড়া মোগরা ইউনিয়ন এ বাড়ি।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রায় বেশ এসব কাজের সাথে জড়িত থাকে। ওনার থেকে জানা যাই ওনি এই সব কাজ কারে ভালে লাগে। উনি এরকম মহৎ কাজের সাথে আরও জড়িত হতে চান।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments