বাড়িবাংলাদেশেখুলনা বিভাগএতিমদের সাথে "শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ" এর ইফতার আয়োজন

এতিমদের সাথে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর ইফতার আয়োজন

মোঃ জাকির হোসেন,বেনাপোল (শার্শা)প্রতিনিধি:

পরম করুনাময় আল্লাহু রাব্বুল আলামিনের অশেষ রহমত কামনায়, পবিত্র রমজানের ২০-তম,রোজায় এতিমদের সাথে নিয়ে প্রায় ৩০০ রোজাদারের ইফতার ও রাতের খাবারের আয়োজন করেন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”। এ উপলক্ষে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শার্শা উপজেলার,বেনাপোল,শার্শা,নাভারণ এবং বাগআঁচড়া থেকে আগত সংগঠনের সকল সদস্যবৃন্দ এ ইফতার অনুষ্ঠানে যোগদেন। এছাড়াও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

রবিবার(৩১ মার্চ) বিকাল ৪:৪৫ মিনিটের সময়,বেনাপোল পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের তালশারী হাসপাতাল রোড,দিঘীরপাড় এলাকায় অবস্থিত “নুরে মদিনা সিদ্দিকীয়া কওমী মাদরাসা ও এতিমখানা” প্রাঙ্গণে এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বেনাপোলের বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা কামাল কর্তৃক নির্মিত এবং পরিচালিত মাদরাসার অধ্যক্ষ,মুফতি মাওলানা মোঃ সাইদুল বাশার এর তত্বাবধানে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার পুর্ববর্তী আলোচনায় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর নব গঠিত কমিটি’র সভাপতি-মোঃ আজিজুল হক(প্রতিনিধি,সময় টিভি) এবং সাধারণ সম্পাদক-মোঃ আইয়ুব হোসেন পক্ষী উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যৌথ বিবৃতিতে বলেন- “জান্নাতের পাখি এতিমদের সাথে ইফতার এবং রাতের খাবার এক সঙ্গে অংশ গ্রহণ করতে পেরে আমরা এবং আমাদের সংগঠন অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। ওদের মুখে একটু ভাল খাবার তুলে দিতে পেরে আমাদের অনেক ভাল লাগছে। সাধারণ সম্পাদক আরও বলেন- রহমত বরকত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান। এই মাস তাই মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস। সবাই চায় কিভাবে এ মাসে বেশি বেশি নেকি ও ছওয়াব কামাইয়া আত্মশুদ্ধি করে পরকালের জন্য নেকি সঞ্চয় করা যায়। সবাই নিজেকে সকল প্রকার পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত করে, সুন্দর একটি আদর্শ জীবন শুরু করার অঙ্গীকার নিয়ে, সকলকে রোজা রাখার আহবান এবং এতিমদের প্রতি বেশি বেশি সাহায্য সহানুভূতি প্রদান করার অনুরোধ জানান নেতৃবৃন্দরা।

সবশেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মহান রাব্বুল আল-আমিন এর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments