বাড়িবাংলাদেশেখুলনা বিভাগএতিম শিশুদের মাঝে "রেখা ফাউন্ডেশন" এর ইফতার ও দোয়া অনুষ্ঠান।

এতিম শিশুদের মাঝে “রেখা ফাউন্ডেশন” এর ইফতার ও দোয়া অনুষ্ঠান।

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

পবিত্র রমজানের ১৮-তম, রোজায় প্রায় ৫০০ রোজাদারদের মাঝে ইফতারের আয়োজন করেন, সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান “রেখা ফাউন্ডেশন”। বেনাপোল শহর সংলগ্নে অবস্থিত দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়। এতিম ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ উক্ত ইফতার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন

এনামুল হাসান বিন-নুর(আরটিভি’র নিয়মিত ইসলামিক বক্তা)।

রেখা ফাইন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে, ইফতারের আয়োজন করা হয়। মায়ের মৃত্যুর পর ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত করা হয় প্রতিষ্ঠানটি।যার ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি-মোঃ আশরাফুল আলম উজ্জল,তার বড় ভাই মোঃ শরিফুল আলম নয়ন ও তাদের পিতা হাজী রবিউল ইসলাম রবি এ সময় উপস্থিত থেকে রোজাদারদের মাঝে ইফতারি পরিবেশন করেন।

“রেখা ফাউন্ডেশন”এর পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন, “দেশের বিভিন্ন ক্রান্তি কালিন সময়ে আমাদের এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগীতা করে আসছে। বিশ্বব্যাপী করোনাকালীন সময় আমাদের প্রতিষ্ঠানটি’র মাধ্যমে এলাকার গরীব অসহায় ও দু:স্থ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম,আশা রাখি ভবিষ্যতে ও “ইনশাআল্লাহ” আমাদের প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে থাকবে। রমজান মাসে ইফতারের পাশাপাশি আগামী “পবিত্র ঈদূল ফিতর” উপলক্ষে প্রত্যেক অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ ঈদের খাদ্য সামগ্রী যেমন- সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস্, বাদাম, কিসমিস, ডালডা এবং সাবান প্রদান করা হবে।

ইফতার আগমুহূর্তে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মহান রাব্বুল আল-আমিন এর দরবারে বিশেষ দোয়া করা হয়। ঐ এতিমখানার অধ্যক্ষ মুফতি আবু হানিফের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ইসলামী বক্তা এনামুল হাসান বিন-নুর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments