বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাএনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে হোয়াইক্যংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে হোয়াইক্যংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে এক ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।

২১ অক্টোবর দিনব্যাপী হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চবিদ্যালয় মাঠে বিশ্ব দাতা সংস্থা হেলভেটার্স সূইস ইন্টারকোঅপারেশনের অর্থায়নে এনজিও সংস্থা উত্তরণের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে র‍্যালি,কুইজ প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা,ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা উত্তরণ সাইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোস্তাক আহমদ।

সার্বিক পরিচালনায় ছিলেন উত্তরণের স্কুল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রাপ্ত রিগ্যান বিশ্বাস।এসময় স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন,এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী কৃতি শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণ করাহয়।

হোয়াইক্যং আলী আছিয়া উচ্চবিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীম আরা বেগমের সার্বিক তত্বাবধান এবং আন্তরিক সহযোগিতায় উত্তরণ এবং হেলভেটার্স সফলতার সাথে তাদের স্কুল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রধান শিক্ষক বলেন, উত্তরণের মাধ্যমে বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম পরিচালনার ফলে শিক্ষার্থীদের ব্যাপক সচেতনতা মূলক সাড়া পাওয়া যাচ্ছে।এধরণের কার্যক্রমের জন্য তিনি উত্তরণ ও হেলভেটার্স কে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments