
নিজস্ব প্রতিনিধি কক্সবাজার জেলা।
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অপ রামুর উদ্যোগে রাজারকুল আজিজ উলুম মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সমগ্র বিতরণ সম্পন্ন হলো।আজ রবিবার বিকেল ৫ ঘটিকার সময় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সিনিয়র এপেক্সসিয়ান ডা.নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সেবা পরিচালক এপেক্সসিয়ান মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন এপেক্সসিয়ান সফিকুর রহমান এপেক্সসিয়ান শামসু মিয়া এপেক্সসিয়ান মাস্টার নাসির উদ্দীন এপেক্সসিয়ান জয়নাল আবেদীন প্রো-এপেক্সসিয়ান হোসনে মোবারক মিনার আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান সভায় আগামী ২২ নভেম্বর ক্লাবের এ জি এম সফল করার লক্ষে আগামী ১২ নভেম্বর এপেক্সসিয়ান ডা. নাসির উদ্দীন চৌধুরীর চেম্বারে ডিনার সভার আয়োজন করা হয়েছে সকল এপেক্সসিয়ানদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল।