বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাএপেক্স ক্লাব অব কক্সবাজারের এজিএম সম্পন্ন ও নতুন বোর্ড ঘোষণা 

এপেক্স ক্লাব অব কক্সবাজারের এজিএম সম্পন্ন ও নতুন বোর্ড ঘোষণা 

মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার কক্সবাজার।

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের চার্টার্ড প্রাপ্ত ক্লাব এপেক্স ক্লাব অব কক্সবাজারের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয় । শুক্রবার সন্ধ্যা কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ সভার  আয়োজন করেন  বোর্ডের সভাপতি এপেক্সিয়ান সালা উদ্দিন। ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএন এডিটর এপেক্সিয়ান জামাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট -৩ এর গভর্ণর এপেক্সিয়ান জামাল হোসেন ও সাবেক গভর্নর জাকির হোসেন, সাবেক গভর্নর এপেক্সিয়ান এডভোকেট রমিজ আহমদ এবং লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট আয়াছুর রহমান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট -৩ সিনিয়র এপেক্সিয়ান এডভোকেট রিটু। 
বর্তমান বোর্ডের সকল পরিচালকবৃন্দ বছরের বাস্তবায়িত কার্যক্রম প্রতিবেদন আকারে উপস্থাপন করেন এবং সকল এপেক্সিয়ানদের মতামতের ভিত্তিতে সকল প্রতিবেদন পাস করা হয়। এপেক্স ক্লাব অব কক্সবাজারের দুই জন সিনিয়র এপেক্সিয়ানকে বিশেষ সংবর্ধনা দেয়া। কক্সবাজার দায়রা ও জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর পিপি নিয়োগ হওয়ায় এপেক্সিয়ান এডভোকেট মোঃ ইউনুছ এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নিয়োগ হওয়ায় এপেক্সিয়ান শেখ সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
উক্তিটি এজিএমে এপেক্স ক্লাব অব কক্সবাজারের ২০২৫ সালের জন্য ১৫তম বোর্ড ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এপেক্সিয়ান এডভোকেট রমিজ আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এপেক্সিয়ান হাসান তালুকদার ১১জন বিশিষ্ট বোর্ড ঘোষণা করেন। নতুন বোর্ডের সভাপতি- এপেক্সিয়ান মুফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি – এপেক্সিয়ান আবু তাহের মিসবাহ, জুনিয়র সহ সভাপতি – এপেক্সিয়ান জামাল উদ্দিন, সেক্রেটারি – এপেক্সিয়ান মোঃ কামরুল হাসান, আইপিসি ও এক্সপানসন পরিচালক – এপেক্সিয়ান সালা উদ্দিন, ট্রেজারার -এপেক্সিয়ান ওবাইদুল হক, সেবা পরিচালক – এপেক্সিয়ান সৈয়দ নজরুল ইসলাম, মেম্বারশীফ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর – এপেক্সিয়ান মাহমুদুল করিম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর – এপেক্সিয়ান বেলাল আহমেদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর – এপেক্সিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, সার্জেন্ট এন্ড আর্মস – এপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলাম।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বোর্ড সদস্যরা ২০২৫ সালে শপথ গ্রহণের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করবেন।
এতে ডেলিগেট হিসেবে আরও অংশগ্রহণ করেন এপেক্স ক্লাব অব রামু, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম, এপেক্স ক্লাব অব কর্ণফুলী, এপেক্স ক্লাব অব আগ্রাবাদ, এপেক্স ক্লাব অব মিডটাউন এর সিনিয়র এপেক্সিয়ানবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments