
মোঃ কামরুল হাসান,স্টাফ রিপোর্টার কক্সবাজার
২৪ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে সার্বিক সহোযোগিতা করেন ঢাকার সিটি ডেন্টাল কলেজ।
এপেক্স ক্লাব অব কক্সবাজারের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মফিজুর রহমানের সভাপতিত্বে ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলার শিক্ষা অফিসার কৌশিক চাকমা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি ডেন্টাল কলেজের প্রফেসর ডা. অরূপ কুমার সাহা,এপেক্স ক্লাব অব বাংলাদেশের লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট আয়াছুর রহমান, জেলা -৩ এর সাবেক জেলা গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট রমিজ আহমদ, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সাবেক প্রসিডেন্ট এপেক্সিয়ান সালা উদ্দিন, এপেক্সিয়ান নোমান আব্বাস, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সেক্রেটারি মোঃ কামরুল হাসান ও সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফোরকানা বেগম জোছনা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন মানব শরীরে ১০৫ ধরণের রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখে,তাই মুখের বিশেষ যত্ন নেওয়া খুবই দরকারী, তবে প্রান্তিক জনপদের অনেকেই বিশেষ করে শিশুরা এই বিষয়টি জানেন না, এধরণের ক্যাম্প তাদের মুখের বিশেষ করে দাঁতের যত্ন নিতে সচেতন করবে।
ঢাকা ডেন্টাল কলেজের ৬২ জন ইটার্ণ ডাক্তার এবং ০৬ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত হয়ে অত্র বিদ্যালয়ের ৩০০জন শিক্ষার্থীদের প্রাথমিক ডেন্টাল সেবা প্রদান করেন। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকও প্রাথমিক সেবা গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ দায়িত্বরত সকল শিক্ষকবৃন্দ আন্তরিক সহযোগিতা করেন।
এপেক্স ক্লাব অফ কক্সবাজারের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মফিজুর রহমান বলেন এপেক্স ক্লাব দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন,যা ভবিষ্যতেও অব্যহত থাকবে।