
মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার কক্সবাজার।
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কক্সবাজারের পক্ষ থেকে কম ভাগ্যবান মানুষের কাছে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক জেলা গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট রমিজ আহমেদ এর চেম্বারে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। কক্সবাজারে বসবাসকারী কম ভাগ্যবান পরিবার ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে ঈদ সামগ্রী প্রদান করা হয়।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি এপেক্সিয়ান মুফিজুর রহমান, এপেক্স ক্লাব বাংলাদেশের সাবেক জেলা গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট রমিজ আহমেদ, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সাবেক সভাপতি এপেক্সিয়ান সালা উদ্দিন, সাবেক সভাপতি হাসান তালুকদার, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান মোঃ কামরুল হাসান, সেবা পরিচালক এপেক্সিয়ান সৈয়দ নজরুল ইসলাম, মেম্বারশীপ এন্ড এটেনডেন্টস ডিরেক্টর এপেক্সিয়ান মাহমুদুল করিম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান বেলাল আহমেদ, সাবেক সেক্রেটারি এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম।কম ভাগ্যবান মানুষের কাছে ঈদ সামগ্রী বিতরণের পর এপেক্সিয়াবৃন্দ জেলা মডেল মসজিদ পরিদর্শন করেন এবং সাবেক সভাপতি সুলতান আহমেদ এর রোগমুক্তির জন্য দোয়া করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক সেবা সংগঠন হিসেবে এপেক্স ক্লাব অব কক্সবাজার কম ভাগ্যবান মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং মানবিক সহায়তা সেবা নিয়মিত প্রদান করে থাকেন ।