বাড়িবাংলাদেশেখুলনা বিভাগএমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বারোবাজারে মানববন্ধন।

এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বারোবাজারে মানববন্ধন।

আল মামুন,কালিগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি।

‘যারা আমার নেতাকে হত্যা করেছে তারা সবাই কসাই। এবং আমার নেতার নামে যারা ভিত্তিহীন মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি নিশ্চয়ই এই কসাই হত্যাকারীদের ও মিথ্যা অপবাদকারীর বিচার করবেন।’

এমনটায় বলছিলেন ৯ নং বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ।

বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে আওমলীগের দলীয় কার্যালয়ের সামনে ৯ নং, ১০নং, ও ১১ নং ইউনিয়নবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়।

এই সময় নেতাকর্মীরা এমপি আনোয়ারুল আজিম আনারের

হত্যার প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন সহ তার সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবি জানান। নেতাকর্মীরা বলেন হত্যাকারিদের বিচার না হলে খুনিরা পার পেয়ে যাবে।’

মানববন্ধনে সাধারণ জনগণ বলেন ,এ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

মানববন্ধন চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দু’পাশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও এলাকার হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন– কালীগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এস. এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু , বর্তমান উপজেলা চেয়ারম্যান, জবাব শিবলী নোমানী, উপজেলা আওয়ালী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু,

৯নং বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওমলীগের সাধারণ সম্পাদক ডা: রাশেদ শমসের, ১১নং রাখালগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মইিদুল ইসলাম মন্টু প্রমুখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments