
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
২২ শে এপ্রিল এসএসসি ২০২৫ এর বাংলা প্রথম পত্র ১০১ বিষয় কোর্ড এর খাতার বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে, মূল্যায়নের জন্য পরীক্ষক কাছে খাতা বিতরণ।যশোর বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে সকাল থেকে দশটি জেলার পরীক্ষক গন পর্যায় ক্রমে খাতা সংগ্রহের কাজ।খাতা বিতরণে দুরের জেলাগুলোকে সকাল সকালেই খাতা বিতরণ করলেও মাগুরা যশোর ছিল সবার শেষে । এবার খাতা মূল্যায়নের ক্ষেত্রে বোর্ডের নির্দেশনায় শতভাগ গুনগত মানের উপর মূল্যায়ন করতে হবে শতভাগ পাশের জন্য বিগত আমলের মত অতিরঞ্জিত চাপ থাকবে না। তবে নিজের সন্তান মনে করে সঠিক ও সতন্ত্র মূল্যায়ন সবার কাছে প্রত্যাশা থাকবে বলে মত দেন বোর্ডের নীতি নির্ধারকরগণ