বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগএ আর জাহাঙ্গীর : উল্লাপাড়া আসনে প্রতীক বরাদ্দ পেলেন বিএনপি,জামায়াত, ইসলামী আন্দোলন...

এ আর জাহাঙ্গীর : উল্লাপাড়া আসনে প্রতীক বরাদ্দ পেলেন বিএনপি,জামায়াত, ইসলামী আন্দোলন ও জাপা। 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধি :
সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম। আজ   বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এই আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন এম আকবর আলী, দাঁড়িপাল্লা মাওলানা রফিকুল ইসলাম খাঁন, হাতপাখা মুফতি আব্দুর রহমান এবং লাঙ্গল প্রতীক পেয়েছেন হিলটন প্রামাণিক। নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। 
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে উল্লাপাড়ায় ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২১৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। এই আসনে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছে ৩২ হাজার ৭৭৪ জন এরফলে নারী ও নতুন ভোটার বৃদ্ধির হার নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা
 এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলাটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৪৩ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ১৪৮ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৮ জন। সামনে নির্বাচনে উল্লাপাড়ায়  বিএনপি ও জামায়াত ইসলামি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এলাকার হাট, বাজার,  চায়ের দোকানে রেষ্টুরেন্ট স্কুল, কলেজে  আলোচনার ঝড় উঠেছে।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments