আমতলী(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে চাচীর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ০২ জন আহত হয়েছে। আহতরা হলো
ভায়লাবুনিয়া গ্রামের কামাল আকন (৪০)ও নিজাম আকন (৩৫) ।এ ঘটনায় ০৩ জনকে আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দাযের করা হয়েছে। বুধবার সকালে কামাল আকন ও নিজাম আকন তাদের মৃত চাচীর লাশ বহন করে গ্রামের বাড়ি ভায়লাবুনিয়া নিয়ে যাচ্ছিল । পথিমধ্য পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আ: খালেক মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৬) ,ছফের হাওলাদারের ছেলে বেল্লাল হাং (৪৫),ও বেল্লাল হাওলাদারের ছেলে গোলাম রাব্বি (২২) তাদের গতি রোধ করে তাদেও হাতে থাকা লোহার রড, লাঠি সোটা নিয়ে ঞামলা করে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে, আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।