বাড়িসিলেট বিভাগসিলেট জেলাএ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম...

এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা

মাজহারুল ইসলাম সাব্বির ,বিশ্বনাথ(সিলেট)নিজস্ব প্রতিনিধি::
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “এ দেশের ক্ষমতাধররা ক্ষমতায় বসেই লুটপাটে মেতে ওঠে। দেশের অর্থ বিদেশে পাচার করে সেখানে বাড়ি তৈরি করে। পৃথিবীর অন্য কোথাও এমন নজির নেই। বর্তমানে নৈতিক শিক্ষার একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে মাদরাসা। মাদরাসা শিক্ষার্থীরা মাদকসেবনে জড়ায় না, অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে নেশার প্রসার লক্ষণীয়।”
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামে ‘আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাস চলাকালীন নিরবতার সাথে পাঠ গ্রহণ করে—এটা পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায়। কিন্তু আমাদের দেশে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে আড্ডায় মেতে ওঠে। আজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিষ্টাচার, ভদ্রতা ও নৈতিকতা শেখানো হয় না। রাজনীতির অপব্যবহারে শিক্ষা ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। রাজনীতি করতে হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করতে হবে, এবং সহমর্মিতার রাজনীতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন একাডেমির প্রধান মাওলানা আলমগীর হোসেন।
আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসীর আলী, লাউয়াই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদরাসা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম এবং সংগঠক ময়নুল হক জানু মিয়া।
ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments