
মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি
আপনারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছেন এবার ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তুরস্কের ইস্তাম্বুলে সফরে গেলে তুরস্কের মাননীয় সংসদ সদস্য দোয়ান বেকিন ( Mr. Doğan Beki̇n) সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ কথা বলেন।
বাংলাদেশের সাবেক জনপ্রিয় এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসেছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন ( Mr. Doğan Beki̇n)
গতকাল রাতে সাক্ষাৎ করতে এসে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
এবং তিনি আশা করেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে এবং সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হয়ে তুর্কী এমপি দোয়ান বেকিন ( Mr. Doğan Beki̇n) কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী আসন কুমিল্লা -৩ মুরাদনগরে আসার আশা প্রকাশ করেন।
এ সময় সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসন ও খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের বর্ণনা দেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা মামলার কারনে তুরস্ক থাকাকালীন সময়ে তুর্কী এমপি দোয়ান বেকিন ( Mr. Doğan Beki̇n) এর আন্তরিক ভালবাসা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় তুরস্ক এবং তুরস্কের এ এমপির প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি আরো বলেন- রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে আসলাম তখন আমার এ বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন ( Mr. Doğan Beki̇n) আমাকে সঙ্গ দিয়েছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আরো সম্মানিত করুক।