জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়েছেন বিএনপি জামায়াতের নেতারা। এখানেই শেষ নয়, বিএনপির একজন নেতা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির পদ পেয়েছেন। শুধু তাই নয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো:ইসমাইল এর আপন ছোট ভাই রামু উপজেলা ছাত্র দলের বর্তমান কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছে। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একসময়ের শিবির নেতা হিসেবে পরিচিত।
এই ঘটনাটি ঘটেছে রামু উপজেলার জোয়ারিয়ানালার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে। এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, বর্তমান কমিটির কিছু নেতা আগে বিএনপি-জামায়াতের কমিটিতে ছিলো। গত নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্ট,বিএনপির বর্তমান বিভিন্ন কমিটির দায়িত্বশীল নেতাও আওয়ামী লীগের বর্তমান কমিটিতে স্থান পেয়েছে। আর বাদ পড়েছেন দলের প্রবীণ ও ত্যাগী কর্মীরা।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগের সূত্র থেকে জানা যায়, ২৩ সদস্যের কমিটিতে সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত এমন রয়েছেন ১জন। অন্যদিকে জামায়াতের আছেন ১ জন।
অভিযোগের বিষয়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নাম্বারে কল দিলে তিনি কল রিসিভ করে ভুল নাম্বার বলে কল কেটে দেন।
এ বিষয়ে জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া বলেন অভিযোগ শতভাগ সত্যি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন।
আপরদিকে অভিযোগের বিষয়ে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সভাপতি মো:ইসমাইল বলেন অভিযোগ সম্পূর্ণ বিত্তহীন আমি দীর্ঘদিন দরে আওয়ামী লীগের রাজনৈতির সাথে জড়িত আমার ভাই বিএনপি করলে ও আমি আওয়ামী লীগের রাজনৈতি করে আসছি অনেক আগে থেকে।