
বাফুফে’র অর্ন্তভূক্ত নুনু ফুটবল একাডেমির ১০বছর পূর্তি উপলক্ষ্যে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যারপর উপজেলার তাজপুর বাজারস্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ১০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, একাডেমির উপদেষ্ঠা চঞ্চল পাল, একাডেমির প্রতিষ্টাতা আলী আমজদ নুনু, ফুটবলার জুবেল খান, ইউপি সদস্য ও সাবেক ফুটবলার খালেদ আহমদ খুকু, জুম্মন আহমদ, মোহন আহমদ,তারেক আহমদ, ভিসন দেব,সামসুদ্দিন, রাজন খান,গিয়াস উদ্দিন,সাব্বির আহমদ, ইরান আহমদ, ইমরান আহমদ প্রমুখ।