বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ) এর সাহিত্য সাময়িকী 'শেওড়া'র চতুর্দশ সংখ্যার মোড়ক উন্মোচন ও ছড়াকার আমিনুল ইসলাম সফরের ভ্রমণকাহিনি 'সরকারি সফরে ঘুরে এলাম ভারত' গ্রন্থের প্রকাশনা উৎসব এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জালাল আহমদ খালিছদার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী ও কবি বিলাল হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক। বক্তারা আমিনুল ইসলাম সফরের ভ্রমণকাহিনি 'সরকারি সফরে ঘুরে এলাম ভারত' গ্রন্থের ভূয়সী প্রশংসা করে বলেন, আমিনুল ইসলাম ভারত ভ্রমণ শেষে তার লেখনির মাধ্যমে সেখানকার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন, পাশাপাশি নিজের অভিজ্ঞতাও ফুটিয়ে তুলেছেন ভাষার সুনিপুণ ব্যবহারে। তার শক্তিশালী লেখনির মাধ্যমে তিনি সবার মধ্যে ভ্রমণের আনন্দ সমানভাবে ভাগাভাগি করেছেন। একজন লেখক তখনই সফল যখন তার লেখা আপামর জনসাধারণ খুব সহজেই বুঝতে পারে। এক্ষেত্রে আমিনুল পুরোপুরি সফল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দার্শনিক কবি শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, গবেষক আব্দুল হাই মোশাহিদ, কবি মো. ফারুক ইসলাম, কৃতি প্রবাসী মো. সুরমান আলী ও বিতার্কিক প্রিয়া দেবকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষক (অব:) নির্মল চন্দ্র ধর রুনু, ডাক্তার আব্দুল জলিল, কবি ইব্রাহিম আলী, গল্পকার মাকসুদ তুহিন, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, মলয় চক্রবর্তী, শেখ ফয়ছল আহমদ, কবি সীমা কর, কাজী আব্দুল মোমিন, কবি আরজু মিয়া, বশির মিয়া, ছড়াকার মুসফেকুর রাজা চৌধুরী টুকন, আব্দুল জলিল, নাজমুল ইসলাম, স্বপ্নদীপ আনিস, সিরাজুল ইসলাম দয়া, রাফিদুল ইসলাম পলাশ, সিরাজুল ইসলাম, আমির হামজা, রুবেল হোসেন।