মোঃ মোজাক্কির আহমেদ নাজু,ওসমানীনগর(সিলেট)বিশেষ প্রতিনিধি
আজ ১৫ আগস্ট ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও সাদিপুর এলাকায় পৃথক কর্মসূচী পালন করে দলটি।
গোয়ালাবাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মন্নান বক্স এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক রকিব আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, উপদেষ্টা আব্দুল জলিল জিলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহসভাপতি মুজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ ইলিয়াস আলী, ছাত্রদল নেতা আব্দুল মুক্তাদির, আরিয়ান আহমদ, ছায়েদ মাসুদ, দিপু মিয়া, যুবদল নেতা সুবের আহমদ প্রমূখ। সমাবেশে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমূখ।