বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের উখিয়ায় আরসা গ্রুপের ৪ সন্ত্রাসী আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

কক্সবাজারের উখিয়ায় আরসা গ্রুপের ৪ সন্ত্রাসী আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে র‍্যাব ১৫ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার ৪ সদস্য আটক করতে সক্ষম হয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উখিয়া উপজেলায় অবস্থিত ২০ নং রোহিঙ্গা শিবিরে থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে সন্ত্রাসী আকিজ হচ্ছে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির বডিগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১ রাউন্ড কার্তুজ ও ৭টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ২০ এর আহমেদ হোসেন প্রকাশ হোসেন আহমেদের ছেলে করিমউল্লাহ প্রকাশ মাস্টার করিম উল্লাহ(৩২), ক্যাম্প -৭ এর মৃত মোঃকায়সারের ছেলে মোঃ আকিজ(২৭), ক্যাম্প -১৫ এর আবুলহোসেনের ছেলে মোহাম্মদ জোবায়ের(২৯), ও ক্যাম্প ১৩- এর মৃত হাসমতউল্লাহর ছেলে ছাবের হোসেন প্রকাশ মৌলভী সাবের বলে জানাযায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গত এক বছরে উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শিবিরগুলো থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা গ্রুপের ১০১ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব।এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি তৈরি ৬০টি অস্ত্র, ৫০ কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল।

আটক ৪ সদস্য কে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments