বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগকক্সবাজারের চিরিঙ্গায় উৎসাহ উদ্দীপনায় হাইওয়ে পুলিশ সপ্তাহ পালিত।

কক্সবাজারের চিরিঙ্গায় উৎসাহ উদ্দীপনায় হাইওয়ে পুলিশ সপ্তাহ পালিত।

 এম এ এইচ জয়, বান্দরবান।

কক্সবাজারের চকরিয়ায়-চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রেলি ও পথ সভার আয়োজন করে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ, এসময়  চালকদের গাড়ি চালানোর সময়  মোবাইল ব্যবহারের

কুফল সম্পর্কে অবিহিত করা হয় এবং থ্রি হুইলার, সি এন জি, লেগুনা সহ বিভিন্ন  নিষিদ্ধ গাড়ি মহাসড়কে চলাচলরত আইন অমান্যকারীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হয়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ এ সময় আইন মান্যকারী চালকদের সচেতনতা মুলক কিছু নির্দেশনা দেওয়ার পর সড়কে আইন মান্যকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা সহ খাবার পানিও নাস্তার করে  বিতরণ করেন।

মাহাবুবুল হক ভূইয়া অফিসার ইনচার্জ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হাইওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল গাড়ি চালকদের নিরাপদে গতি কমিয়ে এবং লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর নির্দেশ প্রদান করা এবং চালকদের সচেতন করা, অবৈধ গাড়ি রাস্তায় চলাচল না করার জন্য ইতিমধ্যে আমরা মাইকিং করে সবাইকে সতর্ক করেছি এর পর আমরা ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহন করব। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন আপনার জীবন শুধু আপনার নয়, আপনার জীবনের সংঙ্গে অনেকে জীনব, ভালোবাসা, মায়া-মমতা ও স্নেহ জড়িয়ে আছে। আপনি বাসা থেকে বের হওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফিরে আসার জন্য অধীর আগ্রহে আপনার সন্তান, আপনার স্ত্রী ও আপনার মা-বাবা আপনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে।

এমন বিদায় আমরা কেউ চাইনা যে বিদায় মর্মান্তিক কষ্ট দায়ক, হৃদয় বিদারক যন্ত্রণা দায়ক, যে বিদায়ে শান্তনা থাকেনা অথচ আমরা সচেতনও হইনা।

সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি।

গণমাধ্যম কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন সচেতনতা ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন। তাই আমরা সব সময় গণমাধ্যম এর সহযোগিতা প্রত্যাশা করি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments