বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের চৌফলদন্ডী ফিশিং কমিউনিটির কর্মজীবি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সোশ্যাল এইড...

কক্সবাজারের চৌফলদন্ডী ফিশিং কমিউনিটির কর্মজীবি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সোশ্যাল এইড এর স্কুল স্থাপন। 

জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার। 

অদ্য ১ লা জুন ২০২৪ ইং রোজ শনিবার বিকেল ৩ ঘটিকার সময় চৌফল দন্ডী ফিশিং কমিউনিটির কর্মজীবি শিশুদের শিক্ষার মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে সোশ্যাল এইড বাংলাদেশের উদ্যেগে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঝড়েপড়া শিশুদের জন্য বৈকালিক শিক্ষা কেদ্রে মানসম্মত শিক্ষাদানের জন্য একটি শিক্ষা কেন্দ্র চালু করা হয়।

অদ্য বিকেল ৩ টায় উক্ত শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড বাংলাদেশের চেয়ারম্যান জনাব প্রসূন কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য জনাব মোহাম্মদ নাছির উদ্দিন, প্রাক্তন ইউপি মেম্বার মং ওয়েন বিশিষ্ট সমাজ সেবক বসির আহাম্মদ,ও মহিবুল্লাহ চৌধুরী জিল্লু। অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ ফিশিং কমিউনিটির কর্মজীবি শিশুদের জন্য এ ধরণের শিক্ষা সংক্রান্ত অতীব গুরুর্তপূর্ন প্রকল্প সোশ্যাল এইড উদ্যোগ নেওয়ায় সোশ্যাল এইড কে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা বলেন এ খানে প্রতিপাড়ায় এ ধরণের অনেক শিশু রয়েছে সোশ্যাল এইড এই শিক্ষা কেন্দ্র থেকে ২৫ জনকে প্রাথমিকভাবে শিক্ষার সুযোগ দিবে। তারা আশা প্রকাশ করেন যে ফিশিং কমিউনিটি তে আরো স্কুল স্খাপন করলে এলাকায় শিক্ষার আলোয় প্রজ্জলিত হবে।সোশ্যাল এইডের চেয়ারম্যান আগামীতে চাহিদার প্রেক্ষিতে স্কুল স্থাপনের আশ্বাস প্রদান করেন। এবং অদ্য তারিখে স্কুল ফর ওয়ার্কিং চিল্ড্রেন অফ ফিশিং কমিউনিটি স্কুলের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধন শেষে অতিথিগন ১৩ জন নারী শিশু ও ১২ জন পুরুষ শিশু মোট ২৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ শেষে ২ জন শিক্ষক ফারজানা রহমান ও তাসমিয়া সুলতানা তাদেরকে অদ্য ১ লা জুন ২০২৪ হতে শ্রেণি কার্যক্রম শুরু করেন।

সকল শিক্ষার্থী শিক্ষা উপকরণ ও পড়ালিখার সুযোগ পাওয়ায় আনন্দবোধ করেন। তাদের স্বপ্ন তারা শিক্ষিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখবে।

প্রোগ্রামের সার্বিত তত্বাবধান ও সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন। প্রোগ্রাম শেষে সকলকে আপ্যায়ন করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments