শামসুল আলম শারেক ,টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে দুই ভাই কে অপহরণ করেছে অপহরণ কারী চক্র।
অপহরণের শিকার দুই ভিকটিম হলেন, টেকনাফ আবু হানিফ মার্কেটের ইত্যাদি ইলেকট্রিক এন্ড লাইব্রেরী'র দোকানের মালিক ও সাতকানিয়া পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ফয়জুল করিম রিয়াদ(৩০) ও রেদুয়ান (২২)।
শুক্রবার (২৪ মে) বিকালে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া পাহাড়ী এলাকায় এঘটনা ঘটে।
ভিকটিমের মামা বলেন, সকালে আমার দুই ভাগিনাকে বাহারছড়া নোয়াখালী পাড়া ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে নিয়ে যায় দোকানের কর্মচারী। গহীন পাহাড়ে গিয়ে দেখতে পাই ৫-৬ জন অপহরণ কারী চক্রের সদস্য অস্ত্র নিয়ে দাড়িয়ে আছে।
তাদেরকে দেখে পালানোর সময় দা দিয়ে কুপিয়ে রিয়াদকে রক্তাক্ত করে। পরবর্তীতে রিয়াদ পালিয়ে আসলেও রেদুয়ান আসতে পারে নাই। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে বলে জানায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক দস্তগীর হোসেন চৌধুরী বলেন, দোকানের কর্মচারী বাহারছড়া নোয়াখালী পাড়ায় ঝর্ণা দেখার কথা বলে পাহাড়ে নিয়ে গিয়ে ডাকাতের হাতে তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপহৃত ব্যাক্তি রেদুয়ান কে গহীন পাহাড় থেকে উদ্ধারের নিমিত্তে অভিযান চালাচ্ছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এদিকে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি উসমান গণি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেছেন ভিকটিম উদ্ধার নাহওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থা
কবে।