বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের টেকনাফে মোচনী রোহিঙ্গা ক্যাম্পে খুন! লাশ উদ্ধার করেছে পুলিশ 

কক্সবাজারের টেকনাফে মোচনী রোহিঙ্গা ক্যাম্পে খুন! লাশ উদ্ধার করেছে পুলিশ 

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজার টেকনাফের মোচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম (৫০) নামের এক ব্যাক্তি খুন হয়েছে। সে ক্যাম্পের ই- ব্লকেরএর রুম নং ৯৭৩ এর বাসীন্দা মৃত আমির হামজার ছেলে।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

শুক্রবার রাতে ক্যাম্প এলাকায় ওই ঘটনা ঘটে।

ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এরি মধ্যে মোহাম্মদ আলম নামের এক ব্যাক্তির মাথায় গুলি পড়ে ঝাঁজরা হয়ে যায়,এবং ঘটনা স্থলে সে মারা যায়।

শনিবার (১১ মে) টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, লাশ উদ্ধার করে সুরতল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments