বাড়িঅন্যান্যকক্সবাজারে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার 

কক্সবাজারে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার 

কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকায় নিজ বাসা থেকে ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলি। নিহত ফল বিক্রেতা ওসমান (৩৫) মোহাজের পাড়ার মৃত নুর আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য ছৈয়দ নুর (২২) নামে একজনকে আটক করেছে। আটক ছৈয়দ নুর মোহাজের পাড়ার বেলালের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ১৯৯১ সালে ওসমানের পুরো পরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপরে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় বসবাস শুরু করেন। ছোটবেলা থেকে ওসমান জড়িয়ে পড়েন চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। তার মায়ের মৃত্যুর পর ছিনতাই ছেড়ে কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে ওসমানের লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে তা এখন বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments