
মোঃ কামরুল হাসান, স্টাফ কক্সবাজার।
শিক্ষানবিশ আইনজীবীদের সমন্বয়ে গঠিত ‘ল ফ্রেন্ডস এসোসিয়েশন’ এর বাৎসরিক মিলনমেলা ও নতুন বছরের সেট আপ ঘোষণা হয়েছে। শুক্রবার সকালে কলাতলী হোটেল সী উত্তরায় সংগঠনের সভাপতি ও স্যান্ডি ল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং মোঃ শাহিদুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও ২২শে ফেব্রুয়ারি কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে স্ব স্ব সিনিয়রদের সাথে প্রচারণায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের উপর বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী মোঃ কামরুল হাসান, শিক্ষানবিশ আইনজীবী মোঃ রশিদ , শিক্ষানবিশ আইনজীবী মাঈন উদ্দিন, শিক্ষানবিশ আইনজীবী দেলোয়ার হোসাইন চৌধুরী।
আলোচনা শেষে সক্রিয় দায়িত্ব পালনকারী সংগঠকদের ক্রেস্ট প্রদান করা হয় এবং রেফেল ড্র বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সকলের সম্মতিক্রমে ২০২৫ সালের জন্য মনোনীত সেট আপ ঘোষণা হয়- মোঃ রফিক উল্লাহ মুকুল-সভাপতি, মোঃ রশিদ – সহ সভাপতি, মোঃ শাহীদুল ইসলাম – সাধারণ সম্পাদক, আনোয়ারুল ইসলাম ভুট্টো- সহ সাধারণ সম্পাদক, মোঃ কামরুল হাসান -সাংগঠনিক সম্পাদক, মনির আলম – সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মাঈন উদ্দিন – অর্থ সম্পাদক, মোঃ হোছাইন – সহ অর্থ সম্পাদক, পম্পি দে- আইন বিষয়ক সম্পাদক, রাশেদ উদ্দিন – সহ আইন বিষয়ক সম্পাদক, দেলোয়ার হোসাইন চৌধুরী – গণমাধ্যম বিষয়ক সম্পাদক, মোঃ ফারুক – শিক্ষা বিষয়ক সম্পাদক, হেলাল উদ্দিন – অফিস সম্পাদক, রানা প্রতাপ দে- নির্বাহী সদস্য।
উল্লেখ্য ২০২০ সালে কক্সবাজার আইন কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে কক্সবাজার ল ফ্রেন্ডস এসোসিয়েশন। আইন বিষয়ক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উক্ত সংগঠন।