বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী প্যানেলের বিজয়, জামায়াত পন্থী প্যানেলের ভরাডুবি! 

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী প্যানেলের বিজয়, জামায়াত পন্থী প্যানেলের ভরাডুবি! 

মোঃ কামরুল হাসান,স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি পন্থী প্যানেলের বিজয় হয়েছে, জামায়াত পন্থী প্যানেলের ভরাডুবি হলেও আওয়ামী পন্থী স্বতন্ত্র প্রার্থীদের চমক ।
২২শে ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি শনিবার কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিএনপি ও জামায়াত পৃথক ভাবে প্যানেল ঘোষণা করলেও আওয়ামী পন্থী আইনজীবীদের কোন প্যানেল ছিল না। তবুও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত তিনজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তারমধ্যে দুই জন আওয়ামী লীগ রাজনীতির স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বিএনপি পন্থী এডভোকেট ছৈয়দ আলম ও এডভোকেট মোঃ তাওহীদুল আনোয়ার প্যানেল ০৯(নয়)টি পদে বিজয়ী হয়েছেন এবং জামায়াত পন্থী এডভোকেট একে এম শাহজালাল চৌধুরী ও এডভোকেট মোঃ নুরুল ইসলাম প্যানেল ০৬(ছয়)টি পদে বিজয়ী হয়েছেন।দুইটি পদে আওয়ামী পন্থী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এবি পার্টি সমর্থিত প্রার্থী এডভোকেট গোলাম ফারুক খান কায়সার বিজয়ী হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও পরাজিত হয়েছেন।
বিএনপি পন্থী প্যানেল থেকে বিজয়ী হয়েছেন এডভোকেট ছৈয়দ আলম -সভাপতি (৪৯৭ ভোট), এডভোকেট মোঃ ইউনুছ – সহ সভাপতি (৪৭২ ভোট), এডভোকেট মোঃ তাওহীদুল আনোয়ার – সাধারণ সম্পাদক ( ৩৭২ ভোট),  এডভোকেট মোঃ মনির উদ্দিন – সহ সাধারণ সম্পাদক (সাধারণ) (৪৮১ ভোট),  এডভোকেট আব্দুর রহিম – আপ্যায়ন সম্পাদক (৪৪২ ভোট) , এডভোকেট মোঃ সাজিদ আবেদীন – ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (৩২১ ভোট), এডভোকেট এস এম নুরুল ইসলাম – সিনিয়র নির্বাহী সদস্য (৪র্থ) (৩৭৩ ভোট), এডভোকেট মোঃ এজাজুল হক খোকন – নির্বাহী সদস্য (২য়) (৫৪৪ ভোট), এডভোকেট সাইফুল ইসলাম – নির্বাহী সদস্য (৩য়) (২৬৩ ভোট)।
জামায়াত পন্থী প্যানেল  থেকে বিজয়ী হয়েছেন এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন ফারুকী – সি.সহ সভাপতি (৪১০ ভোট), এডভোকেট আখতার উদ্দিন হেলালী – সি. নির্বাহী সদস্য (১ম) (৫০৮ ভোট), এডভোকেট মোঃ আমীর হোসেন – সি. নির্বাহী সদস্য (২য়) (৪৬০ ভোট), এডভোকেট সাব্বির আহমেদ (৩য়) (৪৩৫ ভোট), এডভোকেট আকতারুর রহমান ছোটন- নির্বাহী সদস্য (১ম) (৬০১ ভোট), এডভোকেট মোঃ আতাউল্লাহ – নির্বাহী সদস্য (৪র্থ) (৩৭১ ভোট).
আওয়ামী পন্থী স্বতন্ত্র প্রার্থী যারা বিজয়ী হয়েছেন এডভোকেট এবিএম মহিউদ্দিন – সহ সাধারণ সম্পাদক (হিসাব) (৪৮১ ভোট), এডভোকেট সাকো আলম – পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক (৪৪৬ ভোট)।
বিএনপি পন্থী প্যানেল থেকে পরাজিত প্রার্থী এডভোকেট মোঃ আবু তাহের (২)- সি.সহ সভাপতি পদে (৩৮৬), এডভোকেট মোঃ মনজুর আলম – সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে (২৭৭), এডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী বুলু- পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে (২০৬), এডভোকেট ওসমান সরওয়ার আলম শাহীন – সি. নির্বাহী সদস্য পদে (৩৪২), এডভোকেট একেএম আতাউল হক – সি. নির্বাহী সদস্য পদে ( ৩০৭), এডভোকেট শাহরিয়ার ফয়সাল – সি. নির্বাহী সদস্য পদে ( ৩১৯), এডভোকেট জাহাঙ্গীর আলম (৫) – নির্বাহী সদস্য পদে (২৮০), এডভোকেট শহীদুল ইসলাম – নির্বাহী সদস্য পদে (২৬৩)।
জামায়াত পন্থী প্যানেল থেকে পরাজিত হয়েছেন এডভোকেট একে এম শাহজালাল চৌধুরী – সভাপতি পদে (৩৪৪), এডভোকেট মোঃ জাফর উল্লাহ ইসলামাবাদী – সহ সভাপতি পদে (৩১০), এডভোকেট মোঃ নুরুল ইসলাম – সাধারণ সম্পাদক পদে (১৯৯), এডভোকেট এসএম জসিম উদ্দিন – সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ( ৩২৯), এডভোকেট কুতুব উদ্দিন – সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে (২০২), এডভোকেট নুর মোহাম্মদ – পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে (১৮৮), এডভোকেট মোঃ ইসহাক – আপ্যায়ন সম্পাদক পদে (৩৩১), এডভোকেট মোঃ শওকত আলম১ – ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (২২৮), এডভোকেট তাহের আহমদ সিকদার – সি. নির্বাহী সদস্য পদে (২৯০), এডভোকেট মোঃ নুরুল আমিন – নির্বাহী সদস্য পদে (৩১১), এডভোকেট আনিসুর রহমান – নির্বাহী সদস্য পদে (২৩৪)।
স্বতন্ত্র প্রার্থী যারা পরাজিত হয়েছেন এবি পার্টি সমর্থিত এডভোকেট গোলাম ফারুক খান কায়সার – সাধারণ সম্পাদক পদে (২৭৩), আওয়ামী সমর্থিত এডভোকেট ছৈয়দ হোসেন – ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (২৮৩)।
কক্সবাজার আইনজীবী সমিতির অধীনে মোট ৯১৮ জন ভোটার রয়েছেন তারমধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮৪১টি।৭৭ জন ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
উল্লেখ্য এই বারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন এডভোকেট মোঃ বাকের। সকাল সাড়ে আটটায় ভোট শুরু হয়ে বিকাল চারটায় ভোট নেওয়া শেষ হয় এবং রাত দশটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments