বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজার টুরিস্ট পুলিশের অভিযান, দুই ছিনতাইকারি গ্রেফতার ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার। 

কক্সবাজার টুরিস্ট পুলিশের অভিযান, দুই ছিনতাইকারি গ্রেফতার ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার। 

জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার। 
মঙ্গলবার (৪ মার্চ) টুরিস্ট পুলিশ কক্সবাজার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারিকে  গ্রেফতার করে এবং  ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করে। 
আটকরা হলেন- মোঃরবিউল হাসান (২১)পিতা-মোঃ জমির হোসেন মাতা-হাসিনা বেগম
সাং- জুলিয়ার বাপের পাড়া,খুরশকুল, বর্তমানে-পূর্ব পাহাড়তলী, ইসুলের ঘোনা, ৭নং ওয়ার্ড, ডিবি মান্নান এর বাসা, থানা-কক্সবাজার সদর কক্সবাজার মোঃওসমন গনি (১৯)পিতা-নাসির সওদাগর মাতা-ফাতেমা বেগম সাং-দক্ষিণ ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা কক্সবাজার।
বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন আপেল মাহমুদ ডিআইজি কক্সবাজার রিজিয়ন।তিনি আরো বলেন আগামীতে এইধরনের অভিযান অব্যাহত থাকবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments