
জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
মঙ্গলবার (৪ মার্চ) টুরিস্ট পুলিশ কক্সবাজার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারিকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করে।
আটকরা হলেন- মোঃরবিউল হাসান (২১)পিতা-মোঃ জমির হোসেন মাতা-হাসিনা বেগম
সাং- জুলিয়ার বাপের পাড়া,খুরশকুল, বর্তমানে-পূর্ব পাহাড়তলী, ইসুলের ঘোনা, ৭নং ওয়ার্ড, ডিবি মান্নান এর বাসা, থানা-কক্সবাজার সদর কক্সবাজার মোঃওসমন গনি (১৯)পিতা-নাসির সওদাগর মাতা-ফাতেমা বেগম সাং-দক্ষিণ ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা কক্সবাজার।
বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন আপেল মাহমুদ ডিআইজি কক্সবাজার রিজিয়ন।তিনি আরো বলেন আগামীতে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।