প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ৯:৪৮ এ.এম
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাড়াশি অভিযান ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক।

জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজার পর্যটন জোনকে ছিনতাইকারী মুক্ত করতে ট্যুরিস্ট পুলিশের সাড়াশি অভিযান পরিচালনা কক্সবাজার শহরের পর্যটন জোনের দুদর্ষ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।আটকরা হলেন- শহরের ইসুলের ঘোনা এলাকার মোঃ জমির হোসেনের ছেলে মোঃ রবিউল হাসান (২১), দক্ষিণ ঘোনার পাড়ার নাসির সওদাগরের ছেলে মোঃওসমান গণি, লিংকীোড মুহুরি পাড়ার মোঃ ছালামের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২১), লাইট হাউজ পাড়ার রাশেদুল আলমের ছেলে মোঃ মাহমুদ ইসলাম।
বুধবার (৫ মার্চ) এক বিশেষ অভিযান চালিয়ে এই ৪ ছিনতাইকারিকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।তিনি জানান, ‘কক্সবাজারের পর্যটন জোনে বেশ কিছুদিন ধরে যেসব ছিনতাইকারীরা দাপিয়ে বেড়াচ্ছিলো, তাদের গ্রেফতার করতে সবকটি সিসিটিভি ক্যামেরা মেরামত করা হয়েছে।পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। পর্যটন জোনে যেসব ছিনতাইকারীরা পর্যটকদের টার্গেট করে ছিনতাই করে, তারা যেখানেই থাকুক না কেন। তাদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীমুক্ত কক্সবাজার পর্যটন নগরী গড়ে তুলতে এইরকম অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত