
মো:জাবেদুল আনোয়ার ,জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ আয়োজিত বই বিতরণ ও পাঠাগার সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। খালেদ শহীদ সভাপতি, মহিউদ্দিন কাদের আদুল সাধারণ সম্পাদক ও আরাফাতুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
রামু পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত বই বিতরণ ও গ্রন্থাগার সম্মেলনে সভাপতিত্ব করেন কবি মানিক বৈরাগী, বই বিতরণ কর্মসূচির উদ্যোক্তা কক্সবাজার অ-গণপথগার পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা। এ অনুষ্ঠানে কক্সবাজার জেলার ১১টি গ্রন্থাগারে লাখ টাকা মূল্যের ৪০০টি বই উপহার দেওয়া হয়। প্রকৃতি, খড়িমতি ও জগতিক প্রকাশনীর সহযোগিতায় এবং কবি মানিক বৈরাগীর উদ্যোগে পঞ্চমবারের মতো এসব বই বিতরণ করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রামু পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক, নাইক্ষ্যংছড়ির অধ্যাপক হাজী এম.এ. ‘বই পড়ো, মগজ ভাঙো’ প্রতিপাদ্যের বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাম সরকারি কলেজ, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি নীলোৎপল বড়ুয়া ও রামু পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
বই বিতরণ ও আলোচনা সভা শেষে কক্সবাজার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং প্রথম গ্রন্থাগার সম্মেলনের সভাপতি ছিলেন কবি মানিক বৈরাগী। পরে এক যৌথ আলোচনায় এবং উপস্থিত লাইব্রেরি প্রতিনিধিদের প্রত্যক্ষ সহযোগিতায় রামু পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ শহীদকে সভাপতি, আন্ধারমানিক পাঠাগারের সাধারণ সম্পাদক কফিল উদ্দিনকে সহ-সভাপতি, বদরখালী রত্নগর্ভা নির্বাচিত করা হয়আয়েশা-গোলাম শরীফ পাঠাগারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের আদুল সাধারণ সম্পাদক, রামু সাহিত্য ঘর গ্রন্থাগারের সভাপতি রিমন বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেকুয়া রাজাখালী উন্মুক্ত গ্রন্থাগারের সদস্য আরাফাতুল ইসলাম সংগঠক নির্বাচিত হয়েছেন, এবং নতুন সদস্য নির্বাচিত হয়েছেনকক্সবাজার বেসরকারী পাবলিক লাইব্রেরি কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ সালের জন্য দুই বছর মেয়াদে ১৫ সদস্য নিয়ে গঠিত হয়েছে।