
নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে অর্থসহ কুরআন উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) গোলেরহাট ফাজিল মাদ্রাসা হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখার উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কচাকাটা থানা শাখার সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অফিস সম্পাদক মোবাশ্বের রাশেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক মোতালেব হোসেন ও জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আব্দুস সবুর।
আরো উপস্থিত ছিলেন, কচাকাটা থানা যুব বিভাগের সভাপতি কাজী নজরুল ইসলাম, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলেফ উদ্দিন, কামরুজ্জামান, তাজুল ইসলাম ও রিয়াজুল ইসলাম প্রমূখ।