বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগকচুয়ায় ইউপি সদস্য পদে শেখ হারুনুর রশিদের শপথ গ্রহন

কচুয়ায় ইউপি সদস্য পদে শেখ হারুনুর রশিদের শপথ গ্রহন

মো. রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুজনিত কারনে ও নির্বাচনী ওই সময়ে প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে মামলার রায় পেয়ে শপথ নিলেন ইউপি সদস্য শেখ মো. হারুনুর রশিদ। দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের ১ মার্চ তিনি চাঁদপুরের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলায় রায় পেয়ে মঙ্গলবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউপি সচিব জাকির হোসেন মৃধা, ইউপি সদস্য ইউনুস মুন্সি, শরীফ সরকার, আব্দুর জব্বার মোল্লা, হুমায়ুন কবীর সুজন, মর্জিনা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে মামলা করেন প্রতিদ্বন্দী প্রার্থী শেখ হারুনুর রশিদ। পরবর্তীতে ওই বছরের ২৮ ফেব্রুয়ারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত সিলগালাকৃত ভোট পুনরায় গননা করে ২ মার্চ চাঁদপুরের নির্বাচনী ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলা চলমান অবস্থায় ২০২৩ সালের ১৪ জুন ইউপি সদস্য আব্দুল বারেক সর্দার মারা যান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments