মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর নিজস্ব প্রতিনিধ।
কচুয়া বিশ^রোড এলাকায় অবস্থিত গুলবাহার হিমাগারের ঠিকাদার মো. দুলাল মিয়া মেম্বারের সাথে প্রতারনা ও হয়রানির ফলে অপর এক শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গুলাবাহার হিমাগারের ঠিকাদার ধলি কচুয়া গ্রামের অধিবাসী মো. দুলাল মিয়া মেম্বার বাদী হয়ে এমরান হোসেন নামের অপর এক শ্রমিকের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন।
বাদী দুলাল মিয়া মেম্বার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন যাবৎ গুলবাহার হিমাগারে আলুর ঠিকাদার হিসেবে সুনামের সাথে কর্মরত রয়েছেন। তার সাথে থাকা এক সহকর্মী (শ্রমিক) একই এলাকার রুহুল আমিনের পুত্র এমরান হোসেন এ হিমাগারের কর্মরত ছিলেন। আলুর মৌসুমে ঠিকাদার দুলাল মিয়া বিভিন্ন এলাকা থেকে কাজের জন্য শ্রমিক নিয়ে আসলে এমরান হোসেন তাদের বিভিন্ন তাড়িয়ে দেয়। এতে করে দুলাল মিয়ার ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। পরে হিমাগার কর্তৃপক্ষ এমরানকে হিমাগারথেকে বের করে দেন। বাদী তার লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদী এমরান হোসেন ধলি কচুয়া গ্রামে নিজ এলাকায় বাড়ির চলাচলের রাস্তা কেটে খাল খনন করায় হাজারো লোকের চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে এমরান ইউপি সদস্য দুলাল মিয়াকে নানান ভাবে কারনে অকারনে গালমন্দসহ ভয়-ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করছেন বলেও তিনি দাবী করেন। এদিকে অভিযুক্ত এমরান হোসেনের বক্তব্য জানতে ধলি কচুয়া গ্রামে গিয়ে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কচুয়া থানা পুলিশের কর্মকর্তা মো. ওয়াসীম মিয়া জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বাদী-বিবাদী আমাকে জানিয়েছেন বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে।