বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগকচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলমকে সংবর্ধনা...

কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলমকে সংবর্ধনা প্রদান

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর নিজস্ব প্রতিনিধি।

 ৫ জুন চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মো. মাহবুব আলমকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের সভাপতি ও নবনির্বাচিত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলমকে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান পাটওয়ারীর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান মজুমদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

কচুয়া-১: কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুব আলমকে ফুলেল সংবর্ধনা দিচ্ছেন শিক্ষকবৃন্দ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments