বাড়িবাংলাদেশেখুলনা বিভাগকচুয়ায় পানির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

কচুয়ায় পানির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

কচুয়া(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীতে দীর্ঘদিন ধরে বাঁধ দিয়ে খননকাজ পরিচালনার কারণে এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। চাষাবাদ, গৃহস্থালির কাজ ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর ধরে নদী খননের কাজ চললেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। বারবার প্রতিশ্রুতি দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শেষ করতে ব্যর্থ হচ্ছে, ফলে জনদুর্ভোগ বাড়ছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার বিষখালী নদীর তীরে মানববন্ধনের আয়োজন করেন। তারা বলেন, “পানির সংকট আমাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

মানববন্ধনে গোপালপুর ও বাধাল ইউনিয়নের শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান শহিদুজ্জামান মিল্টনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ স্থানীয় সাংবাদিকরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দ্রুত বাঁধ অপসারণ ও খনন কাজ সম্পন্ন করে পানি প্রবাহ স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments