বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা

কটিয়াদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ কটিয়াদী,(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।। 

সন্ত্রাসী এবং উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কটিয়াদী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতা। গতকাল ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে মিছিলটি শুরু হয়ে কটিয়াদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষিপ্ত ছাত্রজনতা এডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান, সেইসাথে এই সন্ত্রাসী ও উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও অংশগ্রহণ করেন। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র। আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, এই রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী ও উগ্রবাদী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা সামনে আরো কঠোরতম কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments