বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী,(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি আইন বাস্তবায়নের স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক রমজান আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি এড. খালেদ হাসান জুম্মন, উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা কটিয়াদী উপজেলা জামায়াতের নবনির্বাচিত অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কটিয়াদী উপজেলা শাখার উপদেষ্টা সাইদুল হক বিএসসি, উপদেষ্টা মাহমুদুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন ও শিশুশ্রম বন্ধসহ শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের শ্রমিকরা সবসময় শাসকদের দ্বারা অত্যাচারিত,নির্যাতিত এবং বৈষম্যের স্বীকার হয়ে আসছে। শ্রমজীবি মানুষদের জন্যই আমরা আজকের এই সমৃদ্ধশীল  বাংলাদেশ  পেয়েছি। শ্রমিকরাই বিশ্বে বাংলাদেশের মান সমুজ্জ্বল করে আসছে। তবুও আমরা সকল ক্ষেত্রেই শ্রমিকদের এই অবদানের কথা ভুলে যাই। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোনক্রমেই শ্রমিকদের আর অবহেলা, নির্যাতিত এবং বৈষম্যের স্বীকার হতে দেওয়া যাবে না। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments