
কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কটিয়াদী মডেল প্রেসক্লাবের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) কটিয়াদী উপজেলা পরিষদ হল মিলনায়তনে কটিয়াদী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ),কটিয়াদি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবণী আক্তার তারানা,কটিয়াদি মডেল থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কটিয়াদি মডেল প্রেসক্লাবের সাংবাদিকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কটিয়াদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া।