বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদীতে বিএনপি- জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কটিয়াদীতে বিএনপি- জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কটিয়াদী,(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ও কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক বর্ণাঢ্য বিজয় র‍্যালীর আয়োজন করা হয়। 
১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালীর আয়োজন করে। বিজয় র‍্যালীটি কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কটিয়াদী সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের গোল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, জেলা শুরা সদস্য ও কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ সহ উপজেলা জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দুপুর ১২টায় কটিয়াদী উপজেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি জননেতা জনাব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ সাহেব এবং কটিয়াদী উপজেলা বিএনপি সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব আরিফুল রহমান কাঞ্চনের নেতৃত্বেে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে এক বিশাল বিজয় র‍্যালীর আয়োজন করে। বিজয় র‍্যালীটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কটিয়াদী সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments