বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত হাবিবুর আটক।

কটিয়াদীতে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত হাবিবুর আটক।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
আজ শুক্রবার দুপুরে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে, শিশুটি দোকানে চিপস কিনতে গেলে দোকানদার তাকে ধর্ষনের চেষ্টা করে বলে জানান এলাকাবাসী ও স্বজনরা। 
এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪২) আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আজ বেলা সাড়ে এগারোটার দিকে সাড়ে পাঁচ বছর বয়সী একটি মেয়ে দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তখন বন্ধ থাকলেও দরজা খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।
এ সময় স্থানীয়রা দোকানদার হাবিবুর রহমানকে বেঁধে রেখে  মারধর করে। দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments