বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাকবি আককাস আলীর অষ্টম আবিষ্কার "দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা" বইটি এখন...

কবি আককাস আলীর অষ্টম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি এখন সব পাঠকের হাতে 

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার নওগাঁ:

 দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক,বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক  কবি মোহাম্মদ আককাস আলীর অষ্টম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি এখন সব পাঠকের হাতে।
এই বইটিতে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, দিল্লি কলকাতাসহ বাংলাদেশের স্বনামধন্য কবি লেখকদের লেখা স্থান পেয়েছে। ইতিমধ্যে বইটির মোড়গ উন্মোচন করা হয়েছে বগুড়ার পুন্ড্র সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আড্ডায়। শনিবার (২৩ সেপ্টেম্বর) মহাদেবপুরে কবি মোহাম্মদ আককাস আলী বইটি সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকির হাতে তুলে দেন। কবির হাত থেকে বইটি পেয়ে সাংবাদিক এম আর রকি খুব খুশি হন। তিনি বইটির সফলতা কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments