
লালমনিরহাটের পৌর এলাকার সাপটানা আর্দশবাজারে একটি বাড়ির পালিত কবুতরের বাসা থেকে মাদক উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে। আটকরা হলেন এরশাদুল হক (৪০), তার বড় ভাই নুরুজ্জামান (৪৫) ও এরশাদুলের স্ত্রী রুনা বেগম।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামালের নেতৃত্ব সদর থানার ওসিসহ পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে কবুতরের বাসা, কাঠের স্তূপ ও বাড়ির বিভিন্ন জায়গা থেকে ১৪ গ্রাম হিরোইন, ৭৫ পিস ইয়াবা, ৬৩ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদকের ওজন পরিমাপ করার একটি ওয়েট মেশিনও জব্দ করেন পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। এ ঘটনায় আটক ৩ জনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, আটকদের মধ্যে এরশাদ নামের মাদক ব্যবসায়ীর নামে ৭টি মাদকের মামলা চলছে।