সদরুল ইসলাম মাসুম,কোমল গঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি।
ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়া। আওয়ামীলীগ ও স্বৈরাচার পলাতক শেখ হাসিনার গ্রেপ্তারের দাবিতে ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৫ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
শুক্রবার বিকালে ৫ ঘটিকায় ভানুগাছ বাজার হতে মিছিলটি বের হয়ে উপজেলা চৌমুহনীতে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী , কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, সভায় বক্তারা বলেন ছাত্রলীগ বিগত ১৬ বছর যে জুলম নির্যাতন করেছে সবকিছু আমাদের সামনে আয়নার মত পরিস্কার তারা শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার পরিবর্তে অস্ত্র চালানো এবং বেয়াদবি শিখার স্থানে রুপান্তরিত করেছে।
হাজার হাজার নিরীহ ছাত্র কে চর্চার সেলের মাধ্যমে অমানুষিক নির্যাতন করেছে এমন কি বিশ্বজিৎ নামে হিন্দু টেইলর বলেছিল আমি ছাত্র না টেইলর আর আমি হিন্দু ছেলে সন্দেহ হলে পেন্টে খুলে দেখ তারপরে হলেও আমাকে হত্যা করোনা কিন্তু ছাত্রলীগ রেহাই দেয় নাই প্রকাশ্যে দিনদুপুরে হত্যা করেই ফেলেছিল সুতরাং আওয়ামিলীগের তৈরী আইনে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ফ্যাসিবাদ শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় আনে সঠিক বিচারে দাবী জানান.