
জামাল উদ্দিন, কমলনগর(লক্ষ্মীপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে কমলনগর উপজেলার মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। ২৭ (অক্টোবর)
রবিবার বিকালে কমলনগর উপজেলার, ১নং চর কালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি:
আব্দুল্লাহ আল নোমান, আহ্বায়ক কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবীদল
বিশেষ অতিথি:
মোঃ রেদোয়ান হোসেন, সদস্য সচিব কমলনগর উপজেলা মৎস্যজীবীদল, তারেকের রহমান রকি মেম্বার, সাবেক যুগ্ম-আহ্বায়ক কমলনগর উপজেলার স্বেচ্ছাসেবদল, জামাল উদ্দিন আবগানী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ জিয়া আদর্শ দল কেন্দ্রীয় কমিটি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কমলনগর উপজেলা মৎস্যজীবীদল,
সঞ্চালনায়: মোঃ জসিম উদ্দিন জেলা সদস্য মৎস্যজীবীদল
সভাপতিত্ব: আবুল বাসেদ হেল্লাল যুগ্ম-আহ্বায়ক মৎস্যজীবীদল কমলনগর উপজেলা
সেই সময় উপস্থিত ছিলেন.
আব্দুল মোতালেব স্যার, সাবেক অধ্যাপক উপকূল কলেজ কমলনগর, বর্তমান সভাপতি জে এস ডি কমলনগর উপজেলা,
মোহাম্মদ হারুন ডিলার, সাধারণ সম্পাদক জে এস ডি কমলনগর উপজেলা যুগ্ম-আহবায়ক মৎস্যজীবীদলের, মোঃ হুমায়ুন কবির, আব্দুল মতিন, মুহাম্মদ জুয়েল, সদস্য মোঃ হারুন রশিদ, জিয়া উদ্দিন নোমান, সাংবাদিক হাবিবুর রহমান, মোঃ বাবলু,
লক্ষীপুর জেলা ছাত্রদলের, সহ সাধারণ সম্পাদক জীবন গাজী, কমলনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স, সাংগঠনিক সম্পাদক, মোঃ তুহিন পাটোয়ার,
চর ফলকন ইউনিয়নের মৎস্যজীবীদলের নেতা, মোঃ ইকবাল হোসেন বেপারী, মুরাদ, মাইন উদ্দিন পাটোয়ারী, পাটোয়ারী হাট ইউনিয়নের,
মোঃ আবুল খায়ের, আইয়ুব হোসেন, লোকমান, নুর উদ্দিন, হান্নান মুন্সী সাহেবের হাটে ইউনিয়নের,
হাসানাত মাঝী, দিদার মাঝি, তাজু মাতাব্বর, সে সময় আরো বিভিন্ন ইউনিট ও উপজেলার বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সে সময়,
আব্দুল মোতালেব স্যার বক্তিতার মাধ্যমে বলেন, বিএনপি যাকে ধানের শীষ মার্কা দিবে তার হাত কে শক্তিশালী করে লক্ষ্মীপুর-৪ কমলনগর-রামগতির আসন থেকে ধানের শীষ মার্কা ব্যক্তিকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।
আরো বক্তারা বলেন,
জাতীয়তাবাদী দলকে দেশের ক্ষমতায় আনার জন্য তৃণমুলের নেতাকর্মীদের মাঠে ময়দানে কাজ করে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।