"এস এম আশিকুজ্জামান কয়রা(খুলনা) নিজস্ব প্রতিনিধি।"
কয়রা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্্যালি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কয়রা খুলনা।
১৩ অক্টোবর রোজ রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলি বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশিদ ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান । আরো বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এম এ হাসান ।কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ও সদর উদ্দিন আহমেদ। কয়রা উপজেলা শাখার জামাতের সাধারণ সম্পাদক মাও সাইফুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়রা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ । উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সিপিপির সদস্যবৃন্দ সহ সাধারণ জনগণ।