
ফোরকান তালুকদা, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মোজাম্মেল হাওলাদার (৫০), তার ছেলে আবু সালে (২৫) ও ছোট ভাই ইউপি সদস্য মহাসিন হাওলাদার (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার চাকামইয়া পূর্ব চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মোজাম্মেল হাওলাদার ও তার ছেলে আবু সালে কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। এবং ইউপি সদস্য মহসিন হাওলাদার কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহত মহাসিন হাওলাদার জানান, পূর্ব শত্রুতার জেরে
এমাদুল গাজী, খোকন গাজী, সোহেল গাজী, মিজান মাষ্টার সহ ১৫/২০ জন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর অতর্কিত হামলা করে, এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে আনে। এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে, এ অভিযোগে জেরে হামলা করা হয় বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।