প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ৯:৩৯ পি.এম
কসবাতে চার শতাধিক পরিবার কে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ।

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে চার শতাধিক পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ১১টায় কসবা চকবস্তা গ্রামে কাইমপুর ইউনিয়নের উদ্যোগে এই মহতী কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং কাইমপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি বাদশাহ জুয়েল।
এসময় তিনি জানান, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় ৪ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও বলেন, "আমি গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এলাকাবাসী ও গরীবদের জন্য কাজ করে যাবো। রমজানের পবিত্রতা এবং মানবতার সেবার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "আমরা এমন সাহায্য পেয়ে আনন্দিত, এমন বড় মন মানুসিকতার লোক আর নেই।" তারা আরও বলেন, "এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও একতার বার্তা ছড়িয়ে দিবে এবং সমাজের বৃত্তশীলরা এমন কাজে এগিয়ে আসবেন।"
এই মানবিক উদ্যোগটি একটি ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে আশার আলো দেখিয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত