
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় আজ ২৭ ফ্রেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে কসবা থানা পুলিশের সহযোগিতায় কসবা পৌরসভার পুরাতন বাজার ও কুটি বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় পাঁচজন ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন মামলায় ২৩,০০০/- (তেইশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এবং এসময় মোঃ গোলাম সরোয়ার বলেন সামনে রমজান উপলক্ষে বাজার মনিটরিং চলমান থাকবে বলে জানিয়েছেন।