প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৮:৫৬ পি.এম
কসবায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় পাঁচজন ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন মামলায় অর্থদণ্ড করা হয়

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় আজ ২৭ ফ্রেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে কসবা থানা পুলিশের সহযোগিতায় কসবা পৌরসভার পুরাতন বাজার ও কুটি বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় পাঁচজন ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন মামলায় ২৩,০০০/- (তেইশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এবং এসময় মোঃ গোলাম সরোয়ার বলেন সামনে রমজান উপলক্ষে বাজার মনিটরিং চলমান থাকবে বলে জানিয়েছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত