বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগকসবায় জনতার হাতে ,নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের,উপ - গনশিক্ষা বিষয়ক সম্পাদক আটক।

কসবায় জনতার হাতে ,নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের,উপ – গনশিক্ষা বিষয়ক সম্পাদক আটক।

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি, মোঃ:আশরাফ উজ্জ্বল
  ব্রাক্ষণবাড়ীয়া কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শেরপুর গ্ৰামের দুলাল মিয়ার ছেলে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম জন সাধারণের হাতে আটক হয়।
,৬ এপ্রিল  ২০২৫  রাত ৮.৩০ মিনিটে ,কসবা কুটি চৌমুহনীতে হঠাৎ তাকে দেখতে পান , কসবা উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী  খন্দকার সাদ্দাম হোসেন সহ সাধারণ জনগন ,দেখার পর পালিয়ে যেতে চাইলে তাকে  সবাই মিলে আটক করে কসবা থানা পুলিশের হাতে তুলে দেন।
আমাদের কে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেন,কসবা থানার অফিসার ইনচার্জ ,মোহাম্মদ আব্দুল কাদের। তিনি বলেন তাকে ডেভিল হান্ট অভিযানে গ্ৰেফতার করা হয়েছে, বর্তমানে সে কসবা থানা হেফাজতে আছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments