
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
কসবায় স্ত্রী ও শালিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুতি ও শালিকা স্মৃতিকে নামের দুিই বোনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আমির হোসেন সামিউলের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে কসবা উপজেলার গোপীনাথপুর ধজনগর পূরাব পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আমির হোসেন সামিউল পলাতক রয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জুতি ও স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মৃত হোসেন ভূইয়ারর মেয়ে। তিনি বাবার বাড়ি ধজনগরে বসবাস করতেন।
ঘটনাস্থলের কসবা থানা পুলিশ পরিদর্শক রিপন দাস বলেন , পারিবারিক কলহের জের ধরে হয়তো আমির হোসেন সামিউল তার স্ত্রী জুতি ও শালিকা স্মৃতিকে রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
ওসি আব্দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আমির হোসেন সামিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।